Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বাগাতিপাড়া উপজেলাঃ

অবস্থানঃ

নাটোর জেলার দক্ষিণ পশ্চিম দিকে একটি কনিষ্ঠ উপজেলা। উপজেলাটি ২৪-১৫ উত্তর অক্ষাংশ থেকে ২৪-২২ উত্তর অক্ষাংশ পযন্ত এবং ৮৮-৫১ পূর্বদ্রাঘিমাংশ থেকে ৮৯-৫৩ পূর্ব দ্রাঘিমাংশ পযন্ত।

আয়তনঃ

১৩৯.৮৬ বর্গ কিলোমিটার।

সীমাঃ

এ উপজেলার উত্তরে নাটোর জেলার সদর উপজেলা, দক্ষিণে লালপুর উপজেলা এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা, পূর্বে বড়াইগ্রাম উপজেলা, পশ্চিমে রাজশাহী জেলার পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলা অবস্থিত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ

এ উপজেলায় মোট ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুরাতন সরকারি ৩২ টি এবং নতুন সরকারি ২৪ টি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথ্যঃ

মোট অনুমোদিত শিক্ষক সংখ্যাঃ ৩৫৯।

মোট কর্মরত শিক্ষক সংখ্যা-

কর্মরত প্রধান শিক্ষক-43          কর্মরত সহকারি শিক্ষক- 290

প্রধান শিক্ষকের শুন্য পদ-13       সহকারি শিক্ষকের শুন্য পদ-13           

অধ্যায়নরত শিক্ষার্থীঃ

২০১৯ সালে মোট 11924 জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।

এবতেদায়ী মাদরাসা :        

৩টি

কেজি স্কুল  :        

১৪টি

 

 

জনসংখ্যাঃ

পুরুষ-৬৫০৫৪ জন, মহিলা-৬৫৯৫০ জন,  মোট= ১,৩১,০০৪জন।(আদমশুমারী ২০১১)

ঘনত্ব:

৮৪৯জন

ইউনিয়নঃ

এ উপজেলায় ০৫ টি ইউনিয়ন রয়েছ।

পৌরসভাঃ

এ উপজেলায় ০১ টি পৌরসভা রয়েছে।

মৌজা:

৯৩টি।

নদী  :       

২টি (বড়াল নদী ও মুসাখাঁ নদী)।

দর্শনীয় স্থানঃ

ইউএনও পার্ক, কাদিরাবাদ ক্যান্টঃমেন্ট, নীল কুঠি।