এক নজরে বাগাতিপাড়া উপজেলাঃ
অবস্থানঃ |
নাটোর জেলার দক্ষিণ পশ্চিম দিকে একটি কনিষ্ঠ উপজেলা। উপজেলাটি ২৪-১৫ উত্তর অক্ষাংশ থেকে ২৪-২২ উত্তর অক্ষাংশ পযন্ত এবং ৮৮-৫১ পূর্বদ্রাঘিমাংশ থেকে ৮৯-৫৩ পূর্ব দ্রাঘিমাংশ পযন্ত। |
আয়তনঃ |
১৩৯.৮৬ বর্গ কিলোমিটার। |
সীমাঃ |
এ উপজেলার উত্তরে নাটোর জেলার সদর উপজেলা, দক্ষিণে লালপুর উপজেলা এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা, পূর্বে বড়াইগ্রাম উপজেলা, পশ্চিমে রাজশাহী জেলার পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলা অবস্থিত। |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ |
এ উপজেলায় মোট ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুরাতন সরকারি ৩২ টি এবং নতুন সরকারি ২৪ টি। |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথ্যঃ |
মোট অনুমোদিত শিক্ষক সংখ্যাঃ ৩৫৯। মোট কর্মরত শিক্ষক সংখ্যা- কর্মরত প্রধান শিক্ষক-43 কর্মরত সহকারি শিক্ষক- 290 প্রধান শিক্ষকের শুন্য পদ-13 সহকারি শিক্ষকের শুন্য পদ-13 |
অধ্যায়নরত শিক্ষার্থীঃ |
২০১৯ সালে মোট 11924 জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। |
এবতেদায়ী মাদরাসা : |
৩টি |
কেজি স্কুল : |
১৪টি |
|
|
জনসংখ্যাঃ |
পুরুষ-৬৫০৫৪ জন, মহিলা-৬৫৯৫০ জন, মোট= ১,৩১,০০৪জন।(আদমশুমারী ২০১১) |
ঘনত্ব: |
৮৪৯জন |
ইউনিয়নঃ |
এ উপজেলায় ০৫ টি ইউনিয়ন রয়েছ। |
পৌরসভাঃ |
এ উপজেলায় ০১ টি পৌরসভা রয়েছে। |
মৌজা: |
৯৩টি। |
নদী : |
২টি (বড়াল নদী ও মুসাখাঁ নদী)। |
দর্শনীয় স্থানঃ |
ইউএনও পার্ক, কাদিরাবাদ ক্যান্টঃমেন্ট, নীল কুঠি। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস